Geography, asked by BHOLANATHDAS, 1 year ago

ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন?

Answers

Answered by harnathyadav2907
4

Explanation:

পৃথিবী পৃষ্ঠের উপর কল্পিত দুটি গুরুত্বপূর্ণ রেখার নাম লেখ।

উঃ:নিরক্ষরেখা বা বিষুব রেখা ও মূল মধ্যরেখা।

২) নিরক্ষরেখা কাকে বলে?

উঃ পৃথিবীর ঠিক মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটিকে নিরক্ষরেখা বলে।

৩) নিরক্ষরেখার মান কত?

উঃ ০°।

৪) মূলমধ্যরেখা কাকে বলে?

উঃ পৃথিবীর ঠিক মাঝ বরাবর উত্তর-দক্ষিণে বিস্তৃত কাল্পনিক রেখাটিকে মূল মধ্যরেখা বলে।

৫) মূল মধ্যরেখার মান কত?

উঃ ০°।

৬) নিরক্ষরেখা পৃথিবীকে কয়টি ভাগে ভাগ করেছে ও কি কি?

I hope it will helps you ........

Answered by DEBOBROTABHATTACHARY
8

Answer:

যে দেশ সুপ্রবাহিনী নদীদের দাক্ষিণ্যে পুষ্ট তাকে নদীমাতৃক বলা হয়৷ ভারতবর্ষের ভূভাগের উপর দিয়ে অন্তত আটশো ছোটোবড়ো নদী বয়ে যাচ্ছে৷ সহজেই বোঝা যায় এ দেশকে প্রাচীনকাল থেকে কেন ‘নদীমাতৃক’ বলে৷ প্রাচীন কাল থেকে এই নদী তটেই ভারতের সকল সভ্যতা গড়ে উঠেছে ।

Similar questions