Geography, asked by DasyDipo, 10 months ago

সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন

Answers

Answered by Anonymous
10

সব মেঘ থেকে বৃষ্টি হয় না কারণ -

  • মেঘের মধ্যে অবস্থিত জলকণাগুলির ব্যাস একটি নির্দিষ্ট সীমার থেকে বেশি হয়ে গেলেই সেগুলি মেঘ থেকে বৃষ্টি হিসেবে নিচের দিকে ঝরে পড়ে। এখন, অনেকক্ষেত্রেই মেঘের মধ্যে ভাসমান জলীয়কণার ব্যাস পূর্বে উল্লেখিত নির্দিষ্ট সীমার তুলনায় অনেকটাই ছোট হয়, তাই সেগুলি মেঘ থেকে ঝরে পড়ার সুযোগ পায় না।
  • এছাড়াও, মেঘের মধ্যে ছোট জলীয়কণার সংযুক্তিকরণ (বিদ্যুৎমোক্ষণের কারণে কিংবা ঊর্ধ্বমুখী বায়ুর শীতলীকরণের প্রভাবে) ও বড় জলীয়কণার সৃষ্টির মাধ্যমে বৃষ্টি হয়ে ঝরে পড়া, বৃষ্টি হবার একটি অন্যতম কারণ। এখন এই জলীয়কণার সংযুক্তিকরণের উপযোগী পরিবেশ ও কারণগুলি মেঘের মধ্যে অনেকক্ষেত্রেই সৃষ্টি হয় না, তাই মেঘ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আর থাকে না।
Similar questions