জেনেটিক্যালি পরিবর্তিত জীব
Answers
Answer:
ৰসলতৱরিম লতস রৈ তক্চ তিত্।
add to brainlist plz
■ বংশাণু প্রকৌশল বা ইংরেজি পরিভাষায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং (Genetic Engineering) ভিন্ন প্রকৃতির একাধিক ডিএনএ অণু পরস্পর সংযুক্ত করে জৈব পদ্ধতিতে কোনো জীবকোষে বা জীবদেহে প্রবেশ করানোর কৌশলকে বংশাণু প্রকৌশল বলে।
● প্রাকৃতিকভাবেও এই প্রক্রিয়াটি সংঘটিত হতে পারে। তবে দ্রুত ও অতিরিক্ত ফলাফল লাভের জন্য কৃত্রিমভাবে এক প্রযুক্তি প্রয়োগ করা হয়।
● উচ্চতর জীবের ক্ষেত্রে এই কৌশল ব্যবহারের অর্থ হচ্ছে এমন কোনো বৈশিষ্ট্য ধারক বংশাণু প্রবেশ করানো, যা আগে উক্ত জীবের দেহে ছিল না। একে অনেক সময় বংশাণুগত পরিবর্তনসাধন (Genetic modification) বলা হয়।
●বংশাণু প্রকৌশলের মাধ্যমে জীবকোষে বংশাণু প্রয়োগের প্রক্রিয়ায় লব্ধ জীবকে বংশাণুগতভাবে পরিবর্তিত জীব (Genetically Modified Organism, সংক্ষেপে GMO) বলা হয়।
★ ১৯৭৩ সালে সর্বপ্রথম ব্যাক্টেরিয়ার মধ্যে,
★ ১৯৭৪ সালে ইঁদুরের মধ্যে এই প্রক্রিয়া প্রয়োগ করা হয়।