Social Sciences, asked by pooj3695, 1 year ago

মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান এই উক্তিটি বতমান মিশ্র সংস্কৃতির জগতে কতখানি পরিধান যোগ্য আলোচনা করা

Answers

Answered by asifkuet
1

Answer:

একটি শিশুর যখন জন্ম হয়, তখন মা এর চেয়ে বেশি আপন আর কেউ হতে পারে না। বাচ্চাটি যেন মাকে ছাড়া কিছুই বুঝেনা, মনে করে এই মা ই তাকে সকল বিপদ আপদ থেকে সন্তানকে আগলে রাখবে। তার যখন খিদে পায়, একমাত্র মা এর বুকের দুধ ছাড়া আর কিছু খেতে পারে না। শিশুটির একমাত্র ভাষা কেবল মা ই বুঝতে পারে।

তেমনি ভাবে আপনি যখন কোথায় বা কোনো এলাকায় যাত্রা কিংবা বাসস্থানের জন্য জাবেন, তখন আপনার মুখের ভাষাই একমাত্র সম্বল।

এই কারনেই মাতৃভাষাকে মাতৃদুগ্ধ সমান বলে আখ্যায়িত করে মেনে নেওয়া জেতে পারে।

Similar questions