রক্তদান শিবির সমন্ধে একটি প্রতিবেদন রচনা কর
Answers
Answered by
47
একটি ক্ষুদ্র প্রয়াস; বৃহৎ ফল
- ১৬ই আগস্ট, ২০২০; পাকুড়তলা, রায়দিঘী: গতকাল ৭৪তম স্বাধীনতা দিবসের শুভ মুহূর্তে পাকুড়তলা রামকৃষ্ণ বিদ্যামন্দির প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।
- এর শুভারম্ভ করেন স্থানীয় বিডিও। তিনি সর্বপ্রথম রক্ত দান করেন। এরপর পঞ্চায়েত প্রধান ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা স্বেচ্ছায় নিজেদের রক্ত দান করেন।
- "স্থানীয় ছেলেদের ও মেয়েদের অংশগ্রহণ এই রক্তদান শিবিরকে সাফল্য প্রদান করেছে" এই কথাটি স্বয়ং বিডিও মহাশয়া বলেন। তিনি রক্তদানকে জীবনদানের সাথে তুলনা করেছেন।
- যারা যারা রক্ত দান করেছেন, তাদের প্রত্যেককে এক প্যাকেট করে মিষ্টি ও অন্যান্য খাবার-দাবার দেওয়া হয়েছিল।
- যথাসময়ে শিবিরের সমাপ্তি ঘোষণা করে প্রধান শিক্ষক বিশ্বজিৎ পাইক সকলের মঙ্গল কামনা করেন।
Similar questions