Art, asked by subhasdas38, 1 year ago

| প্রতিটির মান—৫]।
সারাংশ লেখো
“মানুষের যাহা প্রকৃতিগত এবং মানুষের কাছে যাহা চিরদিন আদরণীয়, তাহার সকল প্রকার রাস্তা মারিয়া, তাহার সকল
প্রকার ছিদ্র বন্ধ করিয়া দিলে একটা যে বিষম বিকারের সৃষ্টি হয়, সে সম্বন্ধে কোন সন্দেহই থাকিতে পারে না। একটা বৃহৎ
রাজ্যব্যবস্থার মধ্যে কেবল কেরাণীগিরির রাস্তা খােলা রাখিলে মানব চরিত্রের বিচিত্র শক্তিকে তাহার স্বাভাবিক স্বাস্থ্যকর চালনার
ক্ষেত্র দেওয়া হয় না। রাজ্যের মধ্যে বীরধর্মেরও পথ রাখা চাই, নহিলে মানবধর্মকে পীড়া দেওয়া হয়।”​

Answers

Answered by mangaldipjana2007
2

Answer:

মানুষের কাছে যেসব জিনিস প্রকৃতিগত এবং যা খুব আদরযত্মে তা গুছিয়ে রেখেছে , সেই জিনিস যদি কোনো কারনে মানুষের দৃষ্টি ভঙ্গিতে গমন করিলে এক বিশাল আকারের ক্রদ্ধতার সৃষ্টি হয়। সে সম্ভন্ধে মানুষের সন্দেহ নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শাসন কার্য এ যদি একটি একান্ত মন স্থায়ি হয়, তখন সেই শাসন ব্যবস্থা ঠিক পথে এগিয়ে যাবে। এবং এর ই মধ্যে কিছু বড়ো প্রকারের বীর শক্তিশালী মন থাকা দরকার তবেই মানব প্রচেষ্ঠা কে শ্রদ্ধা করা হবে।

ি

Explanation:

Similar questions