Art, asked by aparesh71, 1 year ago

মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষা শেখার প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ​

Answers

Answered by mollickrafik851
29

Answer:

এটার উত্তর কী হবে

এটি কীভাবে লেখা যায়

Answered by Anonymous
8

মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষা শেখার প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, হল নিম্নরূপ -

রাম : কেমন আছো বন্ধু? তোমার তো গতকাল একটা চাকরির ইন্টারভিউ ছিল, সেটাই বা কেমন হল?

শ্যাম : ভালোই আছি বন্ধু কিন্তু চাকরির ইন্টারভিউটা তেমন ভালো হয়নি।

রাম : ভালো হল না কেন? লিখিত পরীক্ষায় তো তুমি খুব ভালো নাম্বারই পেয়েছিলে।

শ্যাম : কি আর বলি বন্ধু। লিখিত পরীক্ষায় বাংলা ভাষায় উত্তর লেখার বিকল্প ছিল তাই পরীক্ষাটা ভালোই হয়েছিল। তুমি তো জানোই আমার মাতৃভাষা বাংলা ছাড়া আমার গতি নেই! ইংরেজি বলা বা লেখায় আমি স্বাচ্ছন্দ্যবোধ করি না। অন্যদিকে, ইন্টারভিউটা আদ্যপ্রান্ত ইংরেজিতেই চলছিল, তাই বুঝতেই পারছো ইন্টারভিউ ভালো না হওয়ার কারণ।

রাম : বুঝেছি বন্ধু। তুমি মনখারাপ করো না। পরেরবার নিশ্চয়ই ভালো হবে। তবে তার জন্য তোমাকে ইংরেজিটা রপ্ত করতেই হবে। চাকরিজীবনের সবটাই এখন ইংরেজি ভাষার উপর দাঁড়িয়ে। মাতৃভাষার পাশাপাশি তাই ইংরেজি শেখাও আমাদের কাছে প্রয়োজনীয় একটি কাজ।

শ্যাম : তুমি ঠিকই বলেছো বন্ধু।

রাম : আমি ব্যক্তিগতভাবে মনে করি, আঞ্চলিক মানুষদের মাতৃভাষাকেই সব জায়গায় প্রাধান্য দেওয়া উচিৎ। কিন্তু, সেটা তো সবজায়গায় বাস্তবায়িত হয়নি, তাই ইংরেজির কদরকে মান্য করে আমাদের ইংরেজি শেখার প্রয়োজন আছে বৈকী। ওই, যেমন দেশ তেমন বেশ!

শ্যাম : হ্যাঁ, তাছাড়া পৃথিবীজুড়ে নানারকমের ভাষা রয়েছে। সেখানে একটি এমন ভাষার অবশ্যই প্রয়োজন যা আন্তর্জাতিক যোগাযোগের জন্য সবাই ব্যবহার করতে পারবে এবং ইংরেজি অবশ্যই এরকম একটি ভাষা।

রাম : একদম ঠিক কথা বলেছো তুমি। আমাদের বাড়ির কাছেই একটি ইংরেজি শেখানোর প্রতিষ্ঠান আছে, আমি ভাবছি সেখানেই ভরতি হয়ে যাবো। তুমিও আমার সাথে ভরতি হয়ে যাও।

শ্যাম : অবশ্যই! এ আর আলাদা করে বলার কথাই না।

রাম : তবে, এখন চলি বন্ধু আমার অন্য কাজ আছে। প্রতিষ্ঠানটায় কবে কি ভর্তি হব সেই ব্যাপারে তোমাকে পরে জানিয়ে দেবো। বিদায়।

শ্যাম : বিদায় বন্ধু। সাবধানে থেকো।

Similar questions