ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদান গুলি আলোচনা করো?
Answers
Answered by
6
Explanation:
nkgsJgz bshsgzgz dhxhdhdbfoo nxjdiduifkhl kfkfyphoykdhsjdjdjd kfudidur
Answered by
17
ক্ষমতার সংজ্ঞা:
___________
ক্ষমতার সংজ্ঞা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকমের হতে পারে।
তবে, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় ক্ষমতা হলো এক ধরনের রাজনৈতিক অগ্রাধিকার যা দেশ এবং দেশের পরিকাঠামোকে রাজনৈতিক নিরিখে শাসন করার অধিকার দেয়।
এই ক্ষমতা এবং ক্ষমতার বন্টন, প্রয়োগ হলো রাষ্ট্রবিজ্ঞানের মূল বুনিয়াদ।
ক্ষমতার বিভিন্ন উপাদান:
________________
১) রাজনৈতিক শাসক।
২) শাসনাধীন প্রজা বা জনগণ।
৩) ক্ষমতা নির্ধারণের ব্যবস্থা। (রাজতন্ত্র এবং গণতন্ত্রের সাপেক্ষে বিভিন্ন)
ইত্যাদি।
Similar questions