History, asked by rajghosh47, 1 year ago

নাৎসিবাদের বাইবেল বলা হয় কোন গ্রন্থকে​

Answers

Answered by Anonymous
6

বিংশ শতকের প্রথমার্ধে জার্মানিতে প্রধানত হিটলার প্রবর্তিত নাৎসিবাদের প্রাধান্য দেখা যেতো।

এমনকি সাহিত্যিক এবং ধার্মিক ক্ষেত্রেও নাৎসিবাদের প্রভাব সুলক্ষণীয়।

হিটলার রচিত বই "মেই ক্যাম্ফ্" (জার্মান ভাষায় যার অর্থ "আমার সংগ্রাম") সেই সময় প্রতিটি নাৎসি সমর্থকের কাছে ধর্মগ্রন্থের মতোনই সম্মানীয় ছিলো।

এই জন্য হিটলার রচিত এই বইটিকে ইতিহাসবিদরা "নাৎসি বাইবেল" বলে উল্লেখ করে থাকেন।

বর্তমান সময়েও এই বইটির জনপ্রিয়তা প্রচুর।

Similar questions