নতুন আবিষ্কারের জন্য যাত্রা
Answers
Answer:
এক কথায় প্রকাশ বাংলা ব্যাকরণের তথা বাংলা ভাষার অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। আসুন আমরা শিখে নেই কিছু গুরুত্বপূর্ণ “এক কথায় প্রকাশ” যা বাংলাদেশের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে আসেঃ-
১.অকালে পক্ব হয়েছে যা—অকালপক্ব।
২. অক্ষির অগোচরে—পরোক্ষ।
৩. অক্ষির সম্মুখে—প্রত্যক্ষ।
৪. অগ্রে গমন করে যে—অগ্রগামী।
৫. অতি দীর্ঘ নয়—নাতিদীর্ঘ।
৬. অতি শীতলও নয় অতি উষ্ণও নয়—নাতিশীতোষ্ণ।
৭. অগ্রে জন্মগ্রহণ করেছে যে—অগ্রজ।
৮. অনেক কষ্টে ভিক্ষা পাওয়া যায় যখন—দুর্ভিক্ষ।
৯. অনেকের মধ্যে একজন—অন্যতম।
১০. অনুসন্ধান করার ইচ্ছা— অনুসন্ধিৎসা।
১১. পশ্চাতে গমন করে যে—অনুগামী।
১২. অবশ্যই যা ঘটবে—অবশ্যম্ভাবী।
১৩. অভিজ্ঞতার অভাব যার— অনভিজ্ঞ।
১৪. অহংকার করে যে—অহংকারী।
১৫. অহংকার নেই এমন—নিরহংকার।
১৬. অল্প ব্যয় করে যে—মিতব্যয়ী।
১৭. আকাশ পথে যে যান ব্যবহার করা যায়—নভোযান।
১৮. আচারে নিষ্ঠা আছে যার— আচারনিষ্ঠ।
১৯. আদি থেকে অন্ত পর্যন্ত—আদ্যন্ত।
২০. আপনার বর্ণ লুকায় যে— বর্ণচোরা।
২১. আমিষের অভাব—নিরামিষ।
২২. আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার— আস্তিক।
২৩. আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার— নাস্তিক।
২৪. আকাশে ওড়ে যে—খেচর।
২৫. ইতিহাস জানেন যিনি— ইতিহাসবেত্তা।
২৬. ইন্দ্রিয়কে জয় করেছে যে—জিতেন্দ্রিয়।
২৭. ক্ষণকালের জন্য স্থায়ী—ক্ষণস্থায়ী।
২৮. উপায় নেই যার—নিরুপায়।
২৯. উপকার করেন যিনি—উপকারক।
৩০. উপকারীর উপকার স্বীকার করা— কৃতজ্ঞতা
৩১. কল্পনা করা যায় না এমন— অকল্পনীয়।
৩২. খাওয়ার ইচ্ছা—ক্ষুধা।
৩৩. গরুর ডাক—হাম্বা।
৩৪. চোখে যার লজ্জা নেই— চশমখোর।
৩৫. জন্ম থেকে আরম্ভ করে—আজন্ম।
৩৬. জানা আছে যা—জ্ঞাত।
৩৭. জানা নেই যা—অজ্ঞাত।
৩৮. জলে ও স্থলে চরে যে—উভচর।
৩৯. জায়া ও পতি—দম্পতি।
৪০. জীবন পর্যন্ত—আজীবন।
৪১. একই গুরুর শিষ্য—সতীর্থ।
৪২. একই বিষয়ে যার চিত্ত নিবিষ্ট— একাগ্রচিত্ত।
৪৩. একই সময়ে—যুগপৎ।
৪৪. একই সময়ে বর্তমান— সমসাময়িক।
৪৫. একই মাতার উদরে জন্ম যাদের— সহোদর।
৪৫. কোনো ভাবেই যা নিবারণ করা যায় না—অনিবার্য।
৪৬. কণ্ঠ পর্যন্ত—আকণ্ঠ।
৪৭. কম কথা বলে যে—মিতভাষী।
৪৮. যার কোনো কিছুতে ভয় নেই—অকুতোভয়।
৪৯. যার অন্য উপায় নেই—অনন্যোপায়।
৫০. যার কাজ করার শক্তি আছে—সক্ষম।
৫১. যার আকার নেই—নিরাকার।
৫২. যার পীড়া হয়েছে—পীড়িত।
৫৩. যার উপস্থিত বুদ্ধি আছে—প্রত্যুৎপন্নমতি।
৫৪. যিনি অধিক ব্যয় করেন না—মিতব্যয়ী।
৫৫. যিনি শিক্ষা দান করেন—শিক্ষক।
৫৬. যিনি বিশেষ জ্ঞান রাখেন—বিশেষজ্ঞ।
৫৭. শুভক্ষণে জন্ম যার—ক্ষণজন্মা।
৫৮. শত্রুকে দমন করে যে—অরিন্দম।
৫৯. শৈশবকাল অবধি—আশৈশব।
৬০. শুকনো পাতার শব্দ—মর্মর।
৬১. সকলের জন্য প্রযোজ্য—সর্বজনীন।
৬২. সমুদ্র পর্যন্ত—আসমুদ্র।
৬৩. সমস্ত পৃথিবীর লোকের বন্দনাযোগ্য —বিশ্ববন্দিত, বিশ্ববন্দ্য।
৬৪. সারা দুনিয়ায় খ্যাত—জগদ্বিখ্যাত।
৬৫. সাধনা করেন যিনি—সাধক।
৬৬. সিংহের ডাক—হুংকার।
৬৭. সোনার মতো দেখতে—সোনালি।
৬৮. হনন করার ইচ্ছা—জিঘাংসা।
৬৯. হরিণের চামড়া—অজিন।
৭০. হিত কামনা করে যে—হিতৈষী।
৭১. হঠাৎ রাগ করে যে—রগচটা।
৭২. হাতির ডাক—বৃংহণ/বৃংহিত।
৭৩. কষ্টে গমন করা যায় যেখানে—দুর্গম।
৭৪. কোথাও উঁচু কোথাও নিচু—বন্ধুর।
৭৫. কী করতে হবে তা বুঝতে না পারা—কিংকর্তব্যবিমূঢ়
৭৬. কূলের সমীপে—উপকূল।
৭৭. কর্ম সম্পাদনে পরিশ্রমী—কর্মঠ।
৭৮. কল্পনা করা যায় না এমন—অকল্পনীয়।
৭৯. কোকিলের স্বর—কুহু।
৮০. খাবার যোগ্য—খাদ্য।