Biology, asked by ziaulhaque84, 1 year ago

বাংলাদেশর জাতীয় ফল কি​

Answers

Answered by barkinkar
0

বাংলাদেশের জাতীয় ফলের নাম হল কাঁঠাল।

আরও তথ্য :

  • প্রত্যেক দেশেরই জাতীয় ফল, জাতীয় ফুল, জাতীয় পশু, জাতীয় পাখি, প্রভৃতি থাকে তবে এই জাতীয় ফুল, ফল বা পাখি প্রভৃতি বাছাই করার আগে বেশ কয়েকটা দিকে জোর দেয়া হয়।

  • প্রথমত কোনো ফুল বা ফল বা পশু যে কোন কিছুর জাতীয় নামকরণ করতে গেলে লক্ষ্য রাখতে হবে যে সেই ফল বা পশু বা পাখিটি সেই দেশে অনেক বেশি পরিমাণে পাওয়া যায় কি না ।

  • দ্বিতীয়ত কোন দেশের যে কোন ফল, ফুল, বা পশু ইত্যাদি জাতীয় নামকরণ করার সময় দেখতে হবে যে জিনিসকে জাতীয় নামকরণ করা হচ্ছে সেই জিনিসগুলির সাথে যেন সাধারণ মানুষ অনেক বেশি পরিচিত থাকে।

  • তৃতীয়ত কোন ফুল, ফল বা পশু ইত্যাদির জাতীয় নামকরণ করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে প্রতিবেশী রাষ্ট্র বা অন্য কোন রাষ্ট্র সেই ফুল ফল বা পশুর ইতিমধ্যেই জাতীয় নামকরণ করেছে কিনা। যদি তা করে থাকে তাহলে সেই ফুল, ফল বা পশুর দ্বিতীয়বার জাতীয় নামকরণ করা যাবে না।

  • কাঁঠাল কে বাংলাদেশের জাতীয় ফল হিসেবে ঘোষণা করা হয়েছে কারণ কাঁঠাল চেনে না এমন মানুষ বাংলাদেশের প্রায় নেই বললেই চলে এবং কাঁঠাল অন্য কোন দেশের জাতীয় ফল ও না সুতরাং সবদিক বিবেচনা করে কাঁঠাল কে বাংলাদেশের জাতীয় ফল হিসেবে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন :

Write a paragraph about Jackfruit of using this question.

a. What are benefits of jackfruit?

b. Do you like jackfruit?

c...

https://brainly.in/question/40813040

write a summary on the author's reminiscence about jackfruit tree. in a paragraph

https://brainly.in/question/46100202

#SPJ3

Similar questions