তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়
Answers
Answered by
1
Answer:
indian ocean................
Answered by
15
তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াতে সমপ্রবাহী তড়িৎ ব্যবহার করা হয়।
- প্রধানত, দুই প্রকারের তড়িৎ প্রবাহ আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি।
- সমপ্রবাহী তড়িৎ (DC current)
- পরিবর্তী প্রবাহী তড়িৎ (AC current)
- কিন্তু, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের কেবলমাত্র সমপ্রবাহী তড়িতের ব্যবহার করতে হয়।
- কারণ, পরিবর্তী প্রবাহী তড়িতের প্রবাহের অভিমুখ লাগাতার পাল্টাতে থাকে, এবং এই অভিমুখ পরিবর্তন তড়িৎ বিশ্লেষণে ব্যাঘাত ঘটাতে পারে।
Similar questions