English, asked by sayedisiamanik, 11 months ago

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ বাংলা???​

Answers

Answered by Anonymous
6

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যু তারিখ ৭. শুধু মাস আলাদা মে আর আগস্ট। জন্ম সাল ১৮৬১ এবং মৃত্যু সাল ১৯৪১. বেঁচে ছিলেন ৮০ বছর। বাংলা ২৫ সে বৈশাখ ১২৬৮ জন্ম এবং মৃত্যু ২২ শে শ্রাবণ ১৩৪৮ কলকাতায়।

Answered by Swarup1998
0

১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ (ইংরেজি ১৮৬১ সালের ৭ই মে)

আরো জানার বিষয় :

  • সাহিত্য জগতে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম খুবই উল্লেখযোগ্য। খুব ছোটো করে বলতে গেলে তিনি ছিলেন এক মহান কবি, এক নাট্যকার, এক লেখক, এক দার্শনিক, এক চিত্রকর, সর্বোপরি এক ভালো মানুষ।

  • যে কোন ভাবকেই তিনি কবিতার মাধ্যমে প্রকাশ করতে পারতেন। আজকের দিনে স্কুল কলেজ সব জায়গাতেই তার লেখাগুলোকে পড়ানো হয়। বহু মানুষ তার উপরে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

  • এই মহান মানুষটির জন্ম হয়েছিল ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ। ইংরেজিতে ১৮৬১ সালের ৭ই মে। এঁর জন্ম হয়েছিল কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে। সাহিত্য চর্চার শুরু হয়েছিল খুব অল্প বয়স থেকেই।

  • ১৯১৩ সালে সাহিত্যে পেয়েছিলেন নোবেল পুরস্কার। সত্যি বলতে, এটি বাঙালি তথা সমগ্র ভারতবাসীর কাছে গর্বের বিষয়। 'সোনার তরী', 'প্রশ্ন' ইত্যাদি তাঁর বিখ্যাত কবিতা গুলির মধ্যে অন্যতম।

  • এনার মৃত্যু হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ। ইংরেজিতে ১৯৪১ সালের ৭ই আগস্ট।

#SPJ3

Similar questions