Social Sciences, asked by sadekakhatun, 11 months ago

সর্বশিক্ষা অভিযান কাকে বলে?​

Answers

Answered by Anonymous
4

সর্বশিক্ষা অভিযান:

_______________

• সর্বশিক্ষা অভিযান হলো ভারত সরকার দ্বারা আয়োজিত একটি শিক্ষা বিতরণ কর্মসূচির যার দ্বারা ভারতের অশিক্ষা-জনিত সমস্যা দূরীকরণ করার চেষ্টা করা হচ্ছে।

• এই কর্মসূচির জন্য, ভারতে প্রাথমিক থেকে দশম শ্রেনী পর্যন্ত ছাত্র-ছাত্রী দের বিনা পয়সায় বা অল্প খরচায় সরকারি স্কুলে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়।

• এই সর্বশিক্ষা অভিযান কর্মসূচির ফলে ভারতে অশিক্ষার পরিমাণ অনেকটাই হ্রাস পেয়েছে এবং গরীব ছাত্রছাত্রীরা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে, যার ফলে দেশ ও দশের ভবিষ্যৎ উজ্জ্বলতর হয়ে চলেছে।

Similar questions