Political Science, asked by singhatulsich, 1 year ago

শিক্ষার অধিকার আইন ও তার বাস্তবায়ন স্কুল ছুটের সমস্যা​

Answers

Answered by Anonymous
10

শিক্ষার অধিকার আইন ও তার বাস্তবায়ন :

_____________________________

• এই আধুনিক যুগে নিজের জীবনে সক্ষম এবং উন্নতি করার জন্য প্রথাগত শিক্ষালাভ অত্যন্ত প্রয়োজন। কিন্তু আর্থিক দুরবস্থার জন্য এমন অনেক বিদ্যার্থী আছে যারা শিক্ষার আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছে।

• দারিদ্র্যের জন্য শিক্ষালাভের পথে যাতে কোনো বাধা সৃষ্টি না হয় সেজন্য ভারতীয় সরকার শিক্ষার অধিকার আইন অনেক আগেই পাস করেছে।

• এই শিক্ষার অধিকার আইনের জন্য প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সকল দরিদ্র বিদ্যার্থীদের বিনা পয়সায় বা অল্প খরচায় সরকারি বিদ্যালয়'গুলিতে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে।

• প্রসঙ্গত উল্লেখ্য এই আইনের কোনো রকমে জাতপাত ধর্ম এবং লিঙ্গবৈষম্যকে মান্যতা দেওয়া হয়নি। শিক্ষার অধিকার সব শিক্ষার্থীর জন্য সমান।

• এই শিক্ষার অধিকার আইন অনেকাংশেই বাস্তবায়ন করা সম্ভব হয়েছে 'সর্বশিক্ষা অভিযান' নামক সরকারি প্রচেষ্টার মাধ্যমে।

স্কুল ছুটের সমস্যা :

_____________

•বর্তমান সময়ে শিক্ষাজগতে একটি অন্যতম প্রতিবন্ধকতা হলো একটি বিশাল অঙ্কের ছাত্র-ছাত্রীর প্রতিবছর স্কুলছুট হয়ে যাওয়া।

• এই স্কুল ছুটের অন্যতম প্রধান কারণ হলো পারিবারিক সমস্যা এবং শিক্ষালাভের বয়সের শিশুশ্রমে নিযুক্তিকরণ।

Answered by sudipdas9832808455
0

Explanation:

শিক্ষার অধিকার আইন ও তার বাস্তবায়ন স্কুল ছুটের সমস্যা 11 class project pdf

Similar questions