সোনালী চতুর্ভুজ কাকে বলে????
Answers
Answered by
10
Answer:
Which language is this?
Explanation:
Please write in English or hindi
Answered by
56
ভারতের চারটি অন্যতম প্রধান শহর কলকাতা,মুম্বাই ,চেন্নাই এবং দিল্লিকে চারটি লেন বা সড়ক দ্বারা যুক্ত করা হয়,, এই চারটি সড়ক ভারতের মানচিত্রে একটি কাল্পনিক চতুর্ভুজের আকার ধারণ করে যা ভারতের 'সোনালী চতুর্ভূজ' নামে পরিচিত।
• এই সোনালি চতুর্ভূজ নির্মাণের প্রধান রূপকার ছিলেন স্বর্গীয় শ্রী অটল বিহারী বাজপাই, তার নেতৃত্বেই সোনালি চতুর্ভূজ গড়ে তোলা হয়েছিল।
• এই সোনালি চতুর্ভূজ নির্মাণের প্রধান কারণ ছিল জাতীয় স্তরে যাতায়াত ব্যবস্থাকে আরও উন্নত করে তোলা , কারণ এই চারটি শহর ভারতের প্রধান চারটি প্রাণকেন্দ্র প্রাণকেন্দ্র।
Similar questions