গ্যাসের অনুগুলির গতিশীলতার স্বপক্ষে তিনটি যুক্তি দাও
Answers
Answered by
18
গ্যাসের অণুগুলির গতিশীলতা স্বপক্ষে তিনটি যুক্তি হলো নিম্নরুপ -
- চাপ বা তাপের প্রভাবে যখন গ্যাসের আয়তন বৃদ্ধি বা হ্রাস পায় তখন স্বভাবতই গ্যাসের অণুগুলি কাছে আসে কিংবা দূরে সরে যায়। গ্যাসের অণুগুলি যদি সবসময় স্থির থাকতো তাহলে এই গ্যাসের এই সংকোচন-প্রসারণ দেখা যেত না।
- গ্যাস ব্যাপন ক্রিয়া দেখাতে সক্ষম। এই ব্যাপন ক্রিয়ার জন্য অণুগুলির সচল হওয়া একান্ত প্রয়োজনীয়।
- আমরা অনেক গ্যাস (যেমন হাওয়া) চোখে দেখতে না পেলেও, এই সকল গ্যাস প্রবাহের সময় আমরা ত্বক দিয়ে সেই প্রবাহ অনুভব করতে পারি। এই প্রবাহের সময়ে গ্যাসের সচল অণুগুলি একসাথে আমাদের ত্বকের সাথে সংঘর্ষ লাভ করে। যদি গ্যাসের অণুগুলি স্থির হতো তাহলে প্রবাহও দেখা যেতো না এবং আমরা প্রবাহকে অনুভবও করতে পারতাম না।
Answered by
5
Answer:
প্রথমতঃ , ব্যাপন ধর্ম: পরস্পর বিক্রিয়া করে না এরকম দুটি গ্যাসকে আবদ্ধ পাত্রে রাখলে তারা সমসত্ব মিশ্রণ তৈরি করে। এর দ্বারা গ্যাস অনুগুলির গতিশীলতার প্রমাণ পাওয়া যায়।
দ্বিতীয়তঃ গ্যাসের চাপ : আবদ্ধ পাত্রে দেওয়ালের সঙ্গে গ্যাসের গতিশীল অনুগুলির অনবরত সংঘর্ষের ফলে গ্যাসের চাপ উদ্ভব হয়।
তৃতীয়তঃ গ্যাসের আয়তন : উষ্ণতার হ্রাস বা বৃদ্ধির ফলে গ্যাসের আয়তন কমে বা বাড়ে।গ্যাসের অনুগুলি গতিশীল বলেই ইহা সম্ভব।
উপরিউক্ত আলোচনা থেকে গ্যাসের অনুগুলির গতিশীলতা প্রমাণিত হয়।
Explanation:
hope you will be helped।
Similar questions