History, asked by karnagarai, 11 months ago

শিক্ষায় পাশ ফেল প্রথার প্রাসঙ্গিকতা প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো​

Answers

Answered by SharadSangha
40

শিক্ষায় পাশ ফেল প্রথার প্রাসঙ্গিকতা প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা:

বন্ধু ১: জানিস কাল শুনছিলাম আবার নাকি পাশ ফেল আসছে।

বন্ধু ২: বলিস কী?

বন্ধু ১: হ্যাঁ রে। আমার তো মনে গত সেটা বেশ ভালো।

বন্ধু ২: কেনো?

বন্ধু ১: দেখ, কম নম্বর পেয় পাশ করেও কেউ কোনো ভালো কলেজ পাবে না।

বন্ধু ২: কিন্তু এমন তো অনেকেই থাকে যাদের পড়াশোনার সামর্থ্য নেই।

তাদের পেটে তো কিছু বিদ্যা বুদ্ধি থাকুক।

বন্ধু ১: আসলে এই ব্যবস্থাটিই জটিল।

বন্ধু ২: দেখা যায় যাক কী হয়।

বন্ধু ১: হ্যাঁ।

Answered by jahanuralam241
9

শিক্ষায় পাশ ফেল প্রথার প্রাসঙ্গিকতা প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো

Similar questions