Geography, asked by arijit3348, 1 year ago

| ভারতের দীর্ঘতম সেচখাল হল​

Answers

Answered by Anonymous
3

I can't understand this language:)

Answered by Anonymous
0

ইন্দিরা গান্ধী সেচখাল হলো ভারতের দীর্ঘতম সেচখাল।

• ইন্দিরা গান্ধী সেচখালটি উত্তর-পশ্চিম ভারতে অবস্থিত এবং এর দৈর্ঘ্য হলো প্রায় ৬৫০ কিলোমিটার।

• উত্তর-পশ্চিম ভারতের, পাঞ্জাব, রাজস্থান এবং হরিয়ানা রাজ্যের মধ্যে দিয়ে এই খালটি প্রবাহিত হয়েছে। কিন্তু বৃহত্তম অংশ রাজস্থানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে।

• এই খালের জল কৃষিকাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

• এই দীর্ঘ সেচখালটি হলো ভারতের দীর্ঘতম সেচখাল এবং এটি কৃত্রিমভাবে নির্মাণ করা হয়।

Similar questions