Geography, asked by rwiolovato5, 1 year ago

বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে?​

Answers

Answered by Anonymous
47

বিশুদ্ধ কাঁচামাল হলো এমন এক ধরনের কাঁচামাল যার মধ্যে কোনো রকমের অবিশুদ্ধতা নেই এবং এই ধরনের কাঁচামাল দিয়ে প্রস্তুত করা দ্রব্যের ওজন কাঁচামালের ওজনের সমান থাকে।

- যেহেতু এই ধরনের কাঁচামালের মধ্যে কোনরকমের অবিশুদ্ধতা থাকে না তাই এই সমস্ত কাঁচামালের বাজার দর অন্যান্য কাঁচামালের থেকে অনেক বেশি হয়ে থাকে।

- যেহেতু এই ধরনের কাঁচামাল থেকে প্রস্তুত করা দ্রব্যের ওজনের কোন হ্রাস হয় না তাই এই সমস্ত কাঁচামাল থেকে প্রস্তুত করা দ্রব্যসামগ্রী অত্যন্ত লাভজনক।

Answered by deepsahakumar
11

Answer:

কোন শিল্পে পণ্য উৎপাদনের জন্য যে সকল কাঁচামাল ব্যবহার করলে উৎপাদিত পণ্যের ওজন ব্যবহৃত কাঁচামালের ওজন সমান হয় , সেগুলিকে বিশুদ্ধ কাঁচামাল বলে

Explanation:

কোন শিল্প পণ্য উৎপাদন করতে যে পরিমাণ কাঁচামাল লাগে তার ওজন পণ্য উৎপাদন হয়ে যাওয়ার পর তার ওজন একই থাকে

Similar questions