Physics, asked by sudiptamaity, 11 months ago

আয়নীয় বিভব কাকে বলে?​

Answers

Answered by HanitaHImesh
28

• আয়নীয় বিভব:-

ভূমিস্তরে বা সর্বনিম্ন শক্তিস্তরে স্থিত কোন মৌলের একটি বিচ্ছিন্ন , গ্যাসীয় পরমাণু থেকে তার যােজ্যতাকক্ষের সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে সম্পূর্ণরূপে অপসারিত করে পরমানুকে গতিশক্তিহীন একক ধনাত্মক চার্জবিশিষ্ট আয়নে পরিণত করার জন্য প্রয়ােজনীয় ন্যুনতম শক্তিকে ওই মৌলের আয়নীয় বিভব বলে।

অসীম দুরত্ব থেকে কোনো একটি আধান কে একটি নির্দিষ্ট তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ বাহ্যিক শক্তির প্রয়োজন হয় তাকে ওই আয়নের আয়নীয় বিভব বলে।অসীম দুরত্ব থেকে যদি 1C (এক কুলম্ব) ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে 1J (এক জুল) কাজ করতে হয় তাহলে ঐ বিন্দুর বিভবকে 1V (এক ভোল্ট) বলে। অতএব ওই বিন্দুর আয়নীয় বিভব হবে ১ ভোল্ট।

Answered by Anonymous
19

Answer:

যে কোনো মৌলের একটি পরমাণু কে আয়নিত করার জন্য প্রয়োজনীয় নূন্যতম শক্তিকে ওই মৌলের আয়নন শক্তি বলা হয়| আবার ইলেকট্রন কে (e) যে বিভেদপ্রভেদের ভেতর দিয়ে ত্বরিত করলে সেটি ওই পরিমাণ শক্তি অর্জন করে তাকে আয়নিয় বিভব বলে|

উদাঃ-[Na(g)]

Explanation:

Please mark me brainlist

Similar questions