বিনাশকারী তরঙ্গ কাকে বলে
Answers
Answered by
2
সুনামিকে বিনাশকারী তরঙ্গ বলা হয়।
- সুনামি হলো বিশাল আকারের সমুদ্রের ঢেউ,যার উৎপত্তি হয় ভূমিকম্প অথবা অন্য কোন সামুদ্রিক ভৌগোলিক কারণে জন্য।
- এই সুনামির আকার এবং প্রভাব এতই বড় যে সুনামির প্রভাবে উপকূলবর্তী অঞ্চলে প্রভূত ক্ষয়ক্ষতি হয়ে থাকে।
- এই বিশাল পরিমাণের ক্ষয়ক্ষতি এজন্যই সুনামির মতন ভয়ঙ্কর ঢেউকে বিনাশকারী তরঙ্গ বলে অভিহিত করা হয়ে থাকে। প্রসঙ্গত উল্লেখ্য যে এই সুনামির প্রভাব প্রধানত ভূমিকম্পপ্রবণ অঞ্চলেই দেখা যায়।
Similar questions