Geography, asked by swarnadipghosh014, 10 months ago

রামধনু বিপ্লব কাকে বলে​

Answers

Answered by aritri63
13

Answer:

এটা একটা বিপ্লব যেখানে কৃষি সেক্টর এ বিভিন্ন rokommer kaj hoy

Answered by Anonymous
23

রামধনু বিপ্লব :

- ভারত হলো একটি কৃষিপ্রধান দেশ,তাই আমাদের দেশে কৃষিক্ষেত্রে সর্বদাই বিভিন্নরকমের বিপ্লব দেখা যায়,যাতে আমাদের দেশের কৃষিব্যাবস্থা আগের থেকে উন্নত হতে পারে।

- সেরমই একটি কৃষিজ বিপ্লব হলো রামধনু বিপ্লব যেখানে অনুর্বর জমিতে বিভিন্ন ফল ও সবজি চাষ করে সামগ্রিক কৃষিজ ফলনকে বাড়ানো হয়ে থাকে।

- বিভিন্ন সবজি ও ফলের রকমারি রঙকে রামধনুর সাতরঙের সাথে তুলনা করে এই বিপ্লবকে রামধনু বিপ্লব নাম দেওয়া হয়েছে।

Similar questions