Geography, asked by monalishamaity777, 1 year ago

শিপিং লাইন কাকে বলে ​

Answers

Answered by Anonymous
20

শিপিং লাইন হলো জাহাজের মাধ্যমে জলপথে পণ্য পরিবহন ব্যবসা।

• বাণিজ্যগত দিক থেকে বিচার করলে জলপথে পণ্য পরিবহন সবথেকে বেশি লাভজনক কারণ এতে অল্প খরচে এবং অল্প সময়ে বিশাল পরিমাণ পণ্য পরিবহন করা সম্ভবপর হয়।

• এখন অনেক রকমের কোম্পানি রয়েছে যারা, নির্ধারিত মূল্যের বিনিময়ে বিশাল পরিমাণ পণ্য এক বন্দর থেকে অন্য বন্দরে জলপথের মাধ্যমে বিশাল জাহাজের মাধ্যমে সরবরাহ করে থাকে।

• এই ধরনের জাহাজের মাধ্যমে জলপথে পণ্য পরিবহনের ব্যবসাকে শিপিং লাইন বলে অভিহিত করা হয়ে থাকে।

Answered by debpriyakamilya
1

Answer:

যে সব সংস্থা বা কম্পানি জাহাজ সমুদ্রে চলাচল করে সে সব সংস্থা বা কম্পানি কে শিপিং লাইন বলে।

Similar questions