History, asked by Abdida3629, 1 year ago

প্রথম পঞ্জিকা কবে প্রকাশিত হয়

Answers

Answered by souravdey29080
2

Explanation:

1872 সালে বঙ্গদর্শন #bankimchandra Chattapadhaay er lekha (thanks )

Answered by HanitaHImesh
0

•বাংলা পঞ্জিকা আবিষ্কার নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকমের মতভেদ রয়েছে। তবে সবার মতামত থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে সম্রাট বিক্রমাদিত্য বাংলা পঞ্জিকা সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করেছিলেন।

যিশুখ্রিস্টের জন্মের প্রায় ৫৭ বছর আগে সম্রাট বিক্রমাদিত্য প্রবর্তন করেছিলেন বিক্রম সাম্বাত পঞ্জিকা। যেহেতু নেপালের হিন্দু রাজা এই পঞ্জিকা মেনে চলতেন তাই আন্তর্জাতিক মহলে এটি হিন্দু পঞ্জিকা ক্যালেন্ডার হিসেবেও পরিচিত। এই বিক্রম সাম্বাত পঞ্জিকা হল বাংলার প্রথম পঞ্জিকা।

•যখনই পঞ্জিকা আবিষ্কার হয় তখন বাংলা ভাষা লিখিত অর্থ ছিল না ,ছিল সংস্কৃত ভাষা , এই সময় বাংলা ভাষার লিখিত ফর্ম তৈরি হয় এবং বাংলা পঞ্জিকা বাংলা ক্যালেন্ডার শুভযাত্রার সূচনা ঘটে।

Similar questions