India Languages, asked by souvikd2sen, 1 year ago

শি‌ক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা রচনা​

Answers

Answered by divya377817
9

Explanation:

plzz... translate it in english than ask ur question....

Answered by Anonymous
20

শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা :

__________________________

• ভূমিকা : আধুনিক সমাজে প্রতিটা মানুষেরই শিক্ষিত হওয়া একান্ত প্রয়োজন এবং বর্তমানে বিভিন্নরকমের আধুনিক গণমাধ্যম শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

• বিভিন্নরকমের গণমাধ্যম : যেসকল আধুনিক গণমাধ্যম বর্তমানে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে তা হলো - খবরের কাগজ, ম্যাগাজিন, ইন্টারনেট, রেডিও, টেলিভিশন ইত্যাদি।

• গণমাধ্যমের ভূমিকা : এই সকল গণমাধ্যমগুলির জন্য একজন মানুষ অল্প সময়ে এবং অতীব অল্প খরচায় বিভিন্ন রকমের জ্ঞান লাভ করতে সক্ষম হচ্ছে। এই প্রাপ্ত জ্ঞান, সমসাময়িক বা সাধারণ উভয় বিষয়ের উপর হতে পারে। যেহেতু এই সকল গণমাধ্যমের প্রসার জনগণের বিভিন্ন শ্রেণীর মধ্যে অনেকটাই বেশি তাই শিক্ষা বিস্তারে এই মাধ্যমগুলি অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করছে বর্তমান সময়ে।

• উপসংহার : উপরোক্ত আলোচনা থেকে আমরা দেখতে পারলাম যে গণমাধ্যম গুলিকে আমাদের অনেক হিতকর কাজের জন্য ব্যবহার করা যেতে পারে বিশেষত শিক্ষালাভের মতন হিতকর কাজে। তাই আমাদের সকলের উচিত মাধ্যমগুলোকে শিক্ষা লাভের মাধ্যম হিসাবে যথাযথ ব্যবহার করে চলা।

Similar questions