ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টির কারণ
Answers
Answered by
6
Answer:
ঝুলন্ত উপত্যকা [Hanging Valley]:
উপত্যকা হিমবাহের ক্ষয়কাজের ফলে যে সমস্ত রকম ভূমিরূপের সৃষ্টি হয়, ঝুলন্ত উপত্যকা [Hanging Valley] হল তাদের মধ্যে অন্যতম ।
প্রধান নদীর সঙ্গে যেমন ছোটো ছোটো উপনদী এসে মেশে, সেই রকম প্রধান হিমবাহের সঙ্গে ছোটো ছোটো হিমবাহও মেশে ।
প্রধান হিমবাহের উপত্যকা খুব বড় ও গভীর হয় । তাই ছোটো হিমবাহের উপত্যকা প্রধান হিমবাহের উপত্যকার উপর ঝুলন্ত অবস্থায় থাকে । তখন একে ঝুলন্ত উপত্যকা [Hanging Valley] বলা হয়।
হিমবাহ সরে গিয়ে নদীর সৃষ্টি হলে ঝুলন্ত উপত্যকার মুখে প্রায়ই জলপ্রপাত গঠিত হয় ।
Similar questions
English,
6 months ago
Math,
6 months ago
Physics,
6 months ago
Hindi,
1 year ago
Social Sciences,
1 year ago