English, asked by basudhananda, 10 months ago

প্রত্যেক মানুষের জীবনে কিছু শখ আছে ​

Answers

Answered by punidhar
2

ফেসবুকে কিছু কিছু স্ট্যাটাস শুধু একজনকে" দেখানোর জন্যে দেওয়া হয় ! ফেসবুকে কিছু কিছু মানুষ আসে শুধু একজনের" স্ট্যাটাস আপডেট পড়ার জন্যে ! ফেসবুকে কিছু কিছু মানুষ আসে, শুধু "একজনের" সাথে চ্যাটিং করার জন্যে ! ফেসবুকে কিছু কিছু মানুষ শুধু "একজনকে" উদ্দেশ্য করেই ছবি আপলোড দেয় !! . ফেসবুকে কিছু কিছু মানুষ শুধু "একজনের" পোস্টেই লাইক কমেন্ট দেয় ! কেউ কেউ "একজনের" একটা "ম্যাসেজের" জন্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ফেসবুকে কেউ কেউ "একজন" কে ম্যাসেজ করতে হাজারবার চেষ্টা করে,,আবার হাজার বার ট্যাব কেটে দেয়,,মনের দোলাচালে আর লেখা হয় না, আবার কেউ কেউ ফেসবুকে আসে শুধু ঐ "একজন"কে খোঁজার জন্যেই !! "

তুই চলে যাওয়াতে প্রথম প্রথম খুব কষ্ট পেয়েছিলাম আমি || কিন্তু এখন আর আমি কষ্ট পাইনা || তোর কথা ভেবে || অনেকটাই বদলে গেছি আমি || শুধু শুধু তোর কথা ভেবে || নিজেকে কেন এক কষ্ট দিব || এই জীবনটা তো আমার আমি ভুলে গিয়েছিলাম || নিজেকে এখন কাজের মধ্যে ব্যস্ত রাখি || তবু মাঝে মাঝে তোর কথা মনে পড়ে দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে ||

অদ্ভূত কিছু নিয়ম অদ্ভুত কিছু জীবন তবুও নতুন এক জীবন্ত সুরে দুঃখ থেকে বহুদূরে অতৃপ্ত স্বত্তা খুঁজে ফেরে সকল উন্মাদনা ছেড়ে ছেড়ে

যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে, সেই ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকে উপযুক্ত মনে করে না।

জীবন যতক্ষন আছে, বিপদ ততক্ষন থাকবেই।

কখনও অন্যের সাথে নিজেকে তুলনা করনা । কারণ তাতে নিজেকে অপমান করা হয়

hope this helps you

Plz mark this ANSWER as brainliest

Plz follow me

Answered by adrita07
0

হ্যাঁ, তো কি হয়েছে??

আশা করি এটা তোমাকে সাহায্য করবে।।

Similar questions