জলের বুদবুদ অবতল লেন্সের মতো কাজ করে কেন?
Answers
Answered by
13
জলের বুদবুদ অবতল লেন্সের মতন কাজ করে কারণ -
• জলের বুদবুদ সম্পূর্ণরূপে বায়ুপূর্ণ অবস্থায় থাকে।
• এই বায়ুপূর্ণ বুদবুদের মধ্যে দিয়ে যখন আলোকরশ্মি প্রবেশ করে তখন বুদবুদের গোলাকার পৃষ্ঠের উপর আপতিত রশ্মি বুদবুদের কেন্দ্র মধ্যে দিয়ে প্রতিসৃত হয় ।
• আলোকরশ্মির এরকম প্রতিসরণের জন্য বুদবুদ অবতল লেন্স হিসাবে কাজ করে থাকে।
• জলের বুদবুদ যদি বায়ুপূর্ণ না হতো তাহলে এটি অবতল লেন্স হিসেবে কাজ করত না।
Answered by
1
Explanation:
read this answer and follow me and mark me as briliant
Attachments:
Similar questions