কাকে দশ সহস্র ধূম্র উপত্যকা’ বলে?
Answers
Answered by
3
• 1992 খ্রিস্টাব্দের 6 জুন আলাস্কার কাটমাই উপত্যকায় একটি আগ্নেয়গিরি থেকে এক বিধ্বংসী অগ্ন্যুৎপাত ঘটে এই অগ্ন্যুৎপাতে সৃষ্ট জ্বলন্ত পাথর,ছাই এবং অন্যান্য উপাদান প্রায় 30 কিলোমিটার পর্যন্ত উপরের দিকে উঠে যায় আর জ্বলন্ত উপাদান পার্শ্ববর্তী নদী উপত্যকায় পড়ে ফলে ওই নদী উপত্যকায় 160 কিমি প্রতি ঘন্টা গতিবেগে একটি Pyroclastick প্রবাহ হতে থাকে যা প্রায় 64 বর্গ কিমি এলাকায় ছড়িয়ে পড়ে ও সংলগ্ন উকাক নদীতে Pyroclastick প্রভাব বন্ধ হয়, পরবর্তীকালে এটি দশ সহস্র ধূম্র উপত্যকা হিসেবে পরিচিত হয়
Similar questions