Chemistry, asked by pratikhalder56, 11 months ago

সমআয়ন প্রভাব কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করাে।​

Answers

Answered by sonuroy76
11

Answer:

সহজেই বুঝানোর জন্য সরলীকৃত)=== যেকোনো যৌগের দ্রাবতার উপর সম আয়ন প্রভাব বিদ্যমান ।উদাহরন হিসেবে বলা যায়,একটি যৌগ...

Explanation:

) 30% ... (৩.৮) সর্বজনীন গ্যাস ধ্রূবক কাকে বলে? ... (৪.১) বয়েলের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। ... ঢালাই এর সময় কেন লোহার রডই ব্যবহার করা হয়,

Answered by Anonymous
49

যখন কোন দ্রবণে দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে একটি একই ধরনের আয়ন উৎপন্ন হয় তখন ওই দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনের হার অত্যন্ত ভাবে কমে যায় এই ঘটনাকে সমআয়ন প্রভাব বলা হয়।

- উদাহরণস্বরুপ আমরা বলতে পারি যে যদি কোন দ্রবনে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যৌগ এবং অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ বর্তমান থাকে তাহলে উভয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে একই ধরনের অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হয়।

- এখন উৎপন্ন এই একই ধরনের অ্যামোনিয়াম আয়নকে সমআয়ন বলা হয়।

- এবং এই সমআয়নের উৎপন্নের ফলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণে দ্রুত হারে কমে যায় এবং এই ঘটনাকে সমআয়ন প্রভাব বলে

Similar questions