World Languages, asked by sutapamandal2004, 1 year ago

মোবাইল নিয়ে দুই বন্ধুর মধে সংলাপ

Answers

Answered by sonuroy76
3

Answer:

দোস্ত আমার তো হয়ে গেছে?

- আজকেই হলো? এতদিন কি কনস্টিপেশন ছিল?

: আরে না ব্যাটা। এঞ্জেল ছকিনার সঙ্গে প্রেম হয়ে গেছে।

- বাহ বাহ, যা দোয়া করে দিলাম। তোদের প্রেম হোক জুতার মতো।

: জুতার মতো মানে! ফাইজলামি করিস?

- শোন, একটা জুতা হারানো মানে অন্য জুতাটাও অচল। তেমনি চাই তোরাও জুতার মতো একজন আরেকজনের পরিপূরক হয়ে বেঁচে থাক।

: ধুর ব্যাটা। পৃথিবীতে আর কোনো উদাহরণ পেলি না।

- আচ্ছা কচ্ছপের মতো দীর্ঘজীবী হোক তোদের প্রেম।

: এইবার কিন্তু ব্লক খাবি হারামি।

- ব্লক কি ঘুষ নাকি, যে খাওয়া যায়? বল- ব্লক করবি।

: যাহোক, তোর ভাবিরে দেখবি না? পিক দিব?

- ভাবি কি পান খায়? পান খাওয়ার পর পানের পিক দিবি নাকি? ওয়াক!

: ন্যাকামি করিস না। এই নে পিকচার।

(ছবি দেখার পর)

- হা হা হা, এইটা তো ইন্ডিয়ান গায়িকা মোনালি ঠাকুরের ছবি।

: আরে না, ওর নাম এঞ্জেল ছকিনা।

- এই দেখ তোর এঞ্জেল ছকিনার ছবি। (তারপর গুগল থেকে মোনালি ঠাকুরের অনেক ছবি ডাইনলোড করে ওকে দিলাম।)

: আমার গার্লফ্রেন্ডের এতগুলো ছবি তুই কোথায় পেলি?

- এটা তোর গার্লফ্রেন্ড না রে পাগলা, এটা মোনালি ঠাকুর।

Similar questions