History, asked by saktipadabag, 11 months ago

সে দিনের কথা গ্রন্থটি কার লেখা​

Answers

Answered by HanitaHImesh
5

•সেদিনের কথা গ্রন্থটির মণিকুন্তলা সেন এর লেখা

•মণিকুন্তলা সেন ছিলেন একজন সক্রিয় বামপন্থী নেত্রী। ১৯১১ সালে বর্তমান বাংলাদেশের বরিশাল নামক জায়গায় জন্মগ্রহণ করেন।মণিকুন্তলা সেন রচিত স্মৃতি কথার নাম 'সেদিনের কথা' গ্রন্থটি ইংরেজিতে 'ইন সার্চ অফ ফ্রিডমঃ অ্যান আনফিনিশড জার্নি' নামে পরিচিত। তিনি জাতীয়তাবাদী নেতা অশ্বিনী কুমার দত্তের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। ভারতের বামপন্থী মণিকুন্তলা সেন এর অবদান এতটাই ছিল যে ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য এবং সদস্যারা এখনো তাঁকে অর্থাৎ হৃদয় মাঝে স্থান দিয়ে চলেছেন।

Similar questions