India Languages, asked by sayansadhukhan536, 11 months ago

| ‘বুদ্ধি হল শেখার ক্ষমতা’-একথা বলেছেন-

Answers

Answered by dualadmire
1

‘বুদ্ধি হল শেখার ক্ষমতা’-একথা বলেছেন প্লেটো

  • প্লেটো প্রাচীন গ্রীসে ধ্রুপদী যুগে একজন এথেনীয় দার্শনিক ছিলেন, প্লাটোনিস্ট চিন্তাধারার প্রতিষ্ঠাতা এবং পশ্চিমা বিশ্বের উচ্চশিক্ষার প্রথম প্রতিষ্ঠান একাডেমি।
  • প্লেটোর সংলাপে সক্রেটিস এবং তাঁর বিবাদী দের সঙ্গ অনেক বিষয়ে কিছু বলার ছিল, যার মধ্যে অধিবিদ্যার বেশ কয়েকটি দিকও ছিল। এর মধ্যে রয়েছে ধর্ম ও বিজ্ঞান, মানুষের প্রকৃতি, ভালবাসা এবং যৌনতা। একাধিক সংলাপ উপলব্ধি এবং বাস্তবতা, প্রকৃতি এবং রীতিনীতি এবং শরীর এবং আত্মার বৈপরীত্য।

Similar questions