মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটায়
বিতর্ক আমি বিপক্ষ দল
কিছু টপিক যদি কেউ দিতে পারতেন
Answers
Answer:
আমিও বিপক্ষ দল আপনার মত
•আমরা দেশপ্রেম বলতে বুঝি যে দেশে আমরা বাস করি সেই দেশের প্রতি নিঃস্বার্থ প্রেম ভালোবাসা এবং ওই দেশের জন্য সর্বস্ব দিয়ে দেওয়ার মানসিকতা। কিন্তু অনেক ক্ষেত্রে এটাও হতে পারে কোন বিদেশী ব্যক্তি তার নিজ দেশ ছেড়ে চাকরি সূত্রে অথবা অন্য কোন কারণে যখন আমাদের দেশে বা অন্য কোন দেশে এসে যখন পৌঁছাবেন তখন তার দেশপ্রেম তার জন্মভূমি দেশটির প্রতি সর্বাধিক হবে কিন্তু তার মানে এই নয় যে দেশে তিনি এসে এখন বসবাস করছেন তার কোন ক্ষতি চাইবেন বা যে দেশে বসবাস করছেন সেই দেশের ক্ষতি করতে গিয়ে কোন দুর্নীতির আশ্রয় নেবেন।
•আর মূল্যবোধ হলো মানুষের একটি অর্জিত শিক্ষা যার দ্বারা কোন ব্যক্তি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন। এখন যদি বিদেশ থেকে আগত কোন ব্যক্তি আমাদের দেশে আসেন এবং কোন একটি পরিস্থিতিতে আমাদের দেশে বসবাসকারী মানুষগুলোর বিচার ভাবনা-চিন্তার বিরুদ্ধে কোন প্রশ্ন তোলেন তবে তাকে দুর্নীতিগ্রস্থ বলা চলে না কারণ তিনি তার বিচার বুদ্ধি দিয়ে ওই পরিস্থিতির সামাল দিয়েছেন আর তার কাছে ওটাই তার কাছে তার মূল্যবোধ। সেটা আমাদের দেশের অধিবাসীদের মূল্যবোধ নাও মনে হতে পারে।
তাই বলা যেতেই পারে মূল্যবোধ আর দেশপ্রেমের অভাব মানেই তিনি বা ওই ব্যক্তি দুর্নীতিগ্রস্ত নন।