দেশ প্রেম ও মূল্য বোদের অভাবে দূর্নিতির বিস্তার ঘটে
Answers
•দেশপ্রেম হলো কোন ব্যক্তির তার জন্মভূমি দেশের প্রতি নিঃস্বার্থ ও অবাধ ভালোবাসা বা প্রেম। দেশপ্রেম এমনই একটি জিনিস যার জন্য মানুষ নির্দ্বিধায় তার সবটুকু উৎসর্গ করতে দ্বিধাবোধ করে না।দেশপ্রেমহীন কোন ব্যক্তি তাই দেশপ্রেমিক হতে পারেন না ,আর দেশপ্রেমিক নাহলে এটাই স্বাভাবিক যে তিনি দেশের বিরুদ্ধে বা দেশের অমঙ্গল হয় এমন কোনো কাজে লিপ্ত হবেন অর্থাৎ তিনি দুর্নীতির আশ্রয় নিয়ে দুর্নীতিগ্রস্থ হয়ে উঠবেন।
• অপরদিকে মূল্যবোধ হলো একটি অর্জিত জ্ঞান যা কোন মানুষ তার জন্মলগ্ন থেকে মা-বাবা, পরিবার-পরিজন, সমাজ, এবং অন্যান্য গুরুজনদের কাছ থেকে অর্জন করে , এবং এই মূল্যবোধের ধারা বিভিন্ন পরিস্থিতিতে নিজের বিচার বুদ্ধি কে কাজে লাগিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন। তাই সঠিক মূল্যবোধের অভাবে মানুষ স্বাভাবিকভাবেই বিভিন্ন ভুল কাজ বা দেশের ক্ষতি হয় এমন কোন কাজ করতেই পারেন যা তাকে দুর্নীতিগ্রস্তের তকমা দিয়ে থাকে।