History, asked by ratulsabbir16, 10 months ago

বাংলা রচনা ;মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দূরনীতির বিস্তার ঘটে​

Answers

Answered by vicpra1977
1

Answer:Maa chuda

Explanation:

Doggy style mein

Answered by HanitaHImesh
0

দেশপ্রেম হলো দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা বা প্রেম একজন মানুষ জন্মের পর থেকেই তার মাতৃভূমি তথা জন্মভূমি দেশের প্রতি একটা টান সৃষ্টি হয় এবং এই টানের জন্যই যেকোনো পরিস্থিতিতে দেশের হয়ে লড়তে বা দেশের জন্য নিজের ক্ষমতার মধ্যে থাকা সব কিছু দিয়ে দিতে দ্বিধাবোধ করে না। একেই দেশপ্রেম বলা হয় তাই দেশপ্রেম হীন মানুষরা গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হয় এবং দেশের বিরুদ্ধে বিভিন্ন কার্যকলাপ করে বসেন এবং দুর্নীতির আশ্রয় হয়ে ওঠে দুর্নীতিগ্রস্ত।

•আর মূল্যবোধ হলো একটি অর্জিত জ্ঞান যা কোন ব্যক্তি তার জন্মলগ্ন থেকে ক্রমাগত অর্জন করে এসেছেন। এবং গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে এই অর্জিত জ্ঞান কাজে আসে। এখন কোন মানুষের মানসিক বিকাশ যদি সঠিক মত না হয় , তার মূল্যবোধের অভাব ঘটবেই এবং সেই ব্যক্তি বিভিন্ন পরিস্থিতিতে সঠিক মূল্যবোধের অভাবে বিভিন্ন ভুল কাজ করে বসবেন যা তাকে দুর্নীতিগ্রস্ত তকমা দেবে।

Similar questions