History, asked by Fghi51161, 11 months ago

মূল্যবোধ ও দেশপ্রেমের অভাব কি দূর্নিতির প্রধান কারন

Answers

Answered by gramkrishna177
0

Answer:

বলা যেতেই পারে কিন্তু দুর্নীতির প্রধান কারণ এটাও- অবিশ্বাস,

Answered by HanitaHImesh
0

•মূল্যবোধ ও দেশপ্রেমের অভাব দুর্নীতির প্রধান কারণ এই উক্তিটি কে সম্পূর্ণরূপে সঠিক বলা যায় না কারণ কোন দুর্নীতির পেছনে শুধুমাত্র মূল্যবোধ বা দেশপ্রেম দায়ী হতে পারেনা তাই দুর্নীতির একটি অন্যতম কারণ হিসেবে মূল্যবোধের বা দেশপ্রেমের অভাব কে বিবেচিত করলেও এটি কখনোই প্রধান কারণ হিসেবে বিবেচিত হতে পারেনা

বলাই বাহুল্য দেশপ্রেম হলো প্রত্যেক অধিবাসীর তার দেশের প্রতি নিঃস্বার্থ প্রেম এবং ভালোবাসা, তার পরিণতি এরকমই হয় যে দেশের উন্নতির জন্য ,অগ্রগতির জন্য কোন ব্যক্তি নিজের সবটুকু দিয়ে এগিয়ে আসতে দ্বিধাগ্রস্ত হয়না। তাই বলাই যায় যদি কোন ব্যক্তির মধ্যে দেশপ্রেমের অভাব থাকে তাহলে ফলস্বরূপ কোন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন অথবা দেশের বিরুদ্ধে যেতে পারেন এবং এর দ্বারা তিনি দুর্নীতির অন্তর্ভুক্ত দুর্নীতিগ্রস্ত উঠতে পারেন

•আর মূল্যবোধ হলো একটি অর্জিত শিক্ষা যে শিক্ষা কোন ব্যক্তি তার জন্মলগ্ন থেকে তার পারিপার্শ্বিক পরিবেশ মা-বাবা এবং পরিবারের কাছ থেকে পেয়ে থাকেন যার দ্বারা তিনি অর্জন করেন একটি ক্ষমতা যেটি কিনা গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে অভূতপূর্ব ভাবে সাহায্য করে থাকে তাই বলা যেতেই পারে যাদের মধ্যে মূল্যবোধ নেই অথবা সঠিক মূল্যবোধের অভাব রয়েছে তাদের মধ্যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও নেই তাই খুব সহজে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে উঠতে পারেন।

Similar questions