History, asked by aoumau1207, 10 months ago

মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দূর্নীতির বিস্তার ঘটে

Answers

Answered by siamahamed1206
0

Answer:

yes

Explanation:

Karon jar modhe desh prem nai se kokhono Valo kaj korbe na

Answered by HanitaHImesh
0

•মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে কারণ প্রেম হল কোন ব্যক্তির তার দেশের প্রতি প্রেম বা ভালোবাসা। কোন ব্যক্তি যদি দেশপ্রেমিক না হন তাহলে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে দেশের বিপরীতে যেতেই পারেন এবং যা আমাদের সমাজের পক্ষে একদম সুখকর নয় তাই দেশপ্রেমিক নয় এমন ব্যক্তি অর্থাৎ যার মধ্যে দেশপ্রেম নেই তিনি সেই ব্যক্তি অনায়াসেই দুর্নীতিগ্রস্ত হয়ে উঠবেন

•অপরদিকে বলা যায় মূল্যবোধ হলো একটি অর্জিত জ্ঞান যা কোন ব্যক্তি তার জন্মলগ্ন থেকে আজ অব্দি অর্জন করে আসছেন এই সবকিছুর সমষ্টি হল মূল্যবোধ ,কোন ব্যক্তির মূল্যবোধের অগ্রগতি/ বিকাশ সঠিকভাবে না হলে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে অক্ষম হবেন এবং দেশের বিরোধিতা করে বসতে পারেন তাই দায়িত্ব জ্ঞান বা মূল্যবোধ মানুষগুলো অনায়াসেই দুর্নীতিগ্রস্ত হয়ে ওঠেন অর্থাৎ দুর্নীতির আশ্রয় নিয়ে থাকেন

Similar questions