মুল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে
Answers
Answer:
yrr ya kon se language hai
mujha samaj mai nhi aa rhi hai
•মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে
আলোচ্য এই উক্তিটি সত্য।
দেশপ্রেম হলো কোন ব্যক্তির তার জন্মভূমি প্রতিম নিঃস্বার্থ ভালোবাসা বা প্রেম। দেশপ্রেম হলো এমনই এক প্রেম যাতে কোন মানুষ তার দেশের জন্য নিজের সবটুকু দিয়ে দিতে দ্বিধাবোধ করে না। তাই কোন ব্যক্তির মধ্যে দেশপ্রেমের অভাব থাকলে বিশেষ গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে অথবা দেশের উন্নতির জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ওই ব্যক্তির দেশ বিরোধী মনোভাব তাকে দুর্নীতির আশ্রয় নিতে বাধ্য করবে এবং তিনি হয়ে উঠবেন দুর্নীতিগ্রস্ত।
• মূল্যবোধ হলো একটি অর্জিত জ্ঞান যা কোন ব্যক্তি তার জন্মের পর থেকে ক্রমাগত অর্জন করে আসছে এবং ভবিষ্যতেও করবেন। সঠিক মূল্যবোধের অভাব থাকলেও অর্থ সঠিকভাবে মানসিক বিকাশ না ঘটলে ওই কম মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি দুর্নীতির আশ্রয় নিয়ে দুর্নীতিগ্রস্থ হয়ে উঠবেন।
অর্থাৎ এক কথায় বলা যায় দেশপ্রেম ও মূল্যবোধের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে।