খেয়াল শব্দের অর্থ কী
Answers
Answered by
1
Answer:
ভাবনা, লক্ষ্য করা, চিন্তা etc।।।।
Answered by
0
খেয়াল শব্দের অর্থ হলো ভাবনা।
• এই পৃথিবীতে মানুষ হলো সবথেকে বুদ্ধিমান প্রাণী এবং একমাত্র মানুষের মস্তিষ্কের পক্ষেই সম্ভব কোন বিষয়ে ভাবনাচিন্তা করা ।
• মানুষের সচেতন বা অবচেতন মনের এই ভাবনাকেই খেয়াল বলে অভিহিত করা হয়ে থাকে।
• এছাড়াও ধ্রুপদী সঙ্গীতের জগতে, এক ধরনের উচ্চাঙ্গসংগীত রয়েছে যাকে খেয়াল বলে অভিহিত করা হয়ে থাকে।
• তবে চলতি বাংলা ভাষায়, খেয়াল শব্দের অর্থ হলো ভাবনা বা কল্পনা।
Similar questions