Biology, asked by joyashreesahamandal, 10 months ago

জীব বিবর্ধন কাকে বলে?​

Answers

Answered by Anonymous
17

কোন এক ধরনের প্রজাতির জীবের মধ্যে বংশানুক্রমে যেসকল জৈবিক বৈশিষ্ট্যের পরিবর্তন লক্ষ্য করা যায় তাকে জীব বিবর্ধন বলা হয়।

• জৈবিক বিবর্ধন কোন এক প্রজাতির জীবের অস্তিত্ব রক্ষার অন্যতম প্রধান হাতিয়ার কারণ সদা পরিবর্তনীয় পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য জৈবিক বৈশিষ্ট্যের গতানুগতিক পরিবর্তনও একান্ত প্রয়োজন।

• প্রসঙ্গত উল্লেখ্য, যে এই জৈব বিবর্ধন খুবই ধীরগতিতে সম্পন্ন হয়, এবং একটি সুস্পষ্ট জৈব বিবর্ধন সম্পন্ন হতে কয়েক হাজার বছর লেগে যাওয়া অসম্ভব কিছু নয়।

• উদাহরণের জন্য আমরা বলতে পারি, যে আদিমকালে বানরের ন্যায় অনুন্নত শ্রেণীর মানুষ হাজার হাজার বছর ধরে জৈবিক বিবর্তনের মাধ্যমে আজকের হোমো সেপিয়েন্স-এ পরিবর্তিত হয়েছে।

Similar questions