নিরপেক্ষ বচন কাকে বলে
Answers
Answered by
21
নিরপেক্ষ বচন:-
সাধারণত সম্বন্ধের ভিত্তিতে বচন দুই ভাগে বিভক্ত করা যায় সেগুলি হল যথাক্রমে নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচন। যে সমস্ত বচনে উদ্দেশ্য এবং বিধেয় - এর মধ্যে সম্বন্ধ কোনো রকমের বাহ্যিক শর্তের উপর নির্ভর করে না সেই বচনকে সম্বন্ধে ভিত্তিতে ভাগ করে নিরপেক্ষ বচন বলা হয়।
নিরপেক্ষ বচন এর একটি উদাহরণ হল :- সকল ঘোড়া হল চতুষ্পদী প্রাণী।
উক্ত উদাহরণে ঘোড়া হলো উদ্দেশ্য এবং চতুষ্পদী প্রাণী হল বিধেয় এবং এখানে ঘোড়া এবং চতুষ্পদী প্রাণীর মধ্যে যে সম্পর্ক বা সম্বন্ধ তা বাহ্যিক কোন শর্তের উপর নির্ভরশীল নয়।
Answered by
4
Step-by-step explanation:
অ্যারিস্টটল কিভাবে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করেছেন ?
Similar questions