পলিশ এর দুটি বৈশিষ্ট্য লেখ
Answers
Answered by
2
Answer:
I am not understanding this language.
Answered by
0
পুলিশের দুটি বৈশিষ্ট্য হলো :
১) আইনানুগ ব্যাবস্থাপনা :
পুলিশকে আইনের সংরক্ষক বলে অভিহিত করা হয়ে থাকে। পুলিশের আইন সংরক্ষক মূলক কাজের পদ্ধতিও সম্পূর্ণ আইন অনুযায়ী নির্মিত। অর্থাৎ, আইনের সংরক্ষক পুলিশও আইনের সীমাবদ্ধতার মধ্যে বন্দী।
২) সরকার কর্তৃক নিয়ন্ত্রণ :
পুলিশ আইনের রক্ষক হলেও, আইন ব্যবস্থার মধ্যে পুলিশের স্থান সর্বোচ্চ নয়। পুলিশের কর্মপদ্ধতি এবং পুলিশের কর্মসূচি বেশিরভাগই নির্ধারণ করে দেয় যে কোন দেশের সরকারের আধিকারিকরা। অর্থাৎ পুলিশ সংগঠন হলো একটি সরকার নিয়ন্ত্রিত সংগঠন।
Similar questions