১.২ মরু সমপ্ৰায়ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড়
অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় –
(ক) ইয়াদা
(খ) জুইগেন
(গ) বালিয়াড়ি
(ধ) ইনসেলবার্জ
Answers
Answered by
0
Answer:
which language is this???
tell me
Answered by
4
মরুভুমি অঞ্চলে প্রায়ই আঁধি বা বালির ঝড় হয়ে থাকে, এই সময়ে ঝড়ের সঙ্গে এক স্থানের বালু রাশি অন্য স্থানে গিয়ে জমা হয় , এই ভাবে বায়ুর সঞ্চয় কার্যের ফলে নানান ধরনের ভূমিরুপের সৃষ্টি হয়। আর এর ফলে নানা ধরণের সঞ্চয় জাত ভূমিরূপ গড়ে ওঠে। বায়ুর সঞ্চয় কার্যের ফলে সাধারণত দুই রকমের ভূমিরূপ গঠিত হয় । এদের মধ্যে এক ধরন হল বালিয়াড়ি,
প্রকৃত বালিয়াড়ি হল এক গতিশীল বালির স্তুপ বা ভূমির গঠন যা কোন বাধার ওপর নির্ভর করে গড়ে ওঠে না।সমপ্ৰায়ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় এর আকার ধারন করে বালিয়াড়ি।
মরু সমপ্ৰায়ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড়
অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় –
(গ) বালিয়াড়ি
Similar questions