History, asked by akramhossainpaik, 10 months ago

অবশিল্পায়নের কারণ ও ফলাফল ​

Answers

Answered by Anonymous
8

অবশিল্পায়নের কারণ ও ফলাফল হলো -

কারণ :

১) দেশের খারাপ অর্থনৈতিক অবস্থা হলো অবশিল্পায়নের প্রধান কারণ,খারাপ অর্থনৈতিক অবস্থার ফলে শিল্প ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ কমে যায় ফলে অবশিল্পায়ন ঘটিত হয়।

২) এছাড়াও পুরোনো যন্ত্রপাতির উপর নির্ভরশীলতা ক্রমশ অবশিল্পায়নকে ত্বরান্বিত করে।

৩) অপ্রতুল কাঁচামাল,শ্রমিকও অবশিল্পায়নের অন্যতম কারণসমূহ।

ফলাফল :

১) দেশে বেকারত্বের পরিমাণ বাড়ে।

২) বিভিন্ন দ্রব্যের বাজারদর বেড়ে যায়।

৩) দেশের সামগ্রিক অর্থনীতি ভেঙে পড়ে

এছাড়াও আরও অনেক কারণ ও ফলাফল পরিলক্ষিত হয়।

Similar questions