নিষ্কৃতি সমাস কি ?????
Answers
Explanation:
দগদগ Bengali definition [দগ্দগ্] (অব্যয়) ক্ষত বা জ্বলনের ভাবসূচক।
দগদগানি, দগদগি (বিশেষ্য) জলুনি; পোড়ানি; বেদনা; যন্ত্রণা (হিয়া দগদগি পরাণ পোড়ানি কি দিলে হইবে ভাল-বড়ু চণ্ডীদাস; ভিতরে দগ্দগি ঘা-ড. মুহম্মদ শহীদুল্লাহ)।
দগদগ, দগদগে (বিশেষণ) দগদগ করছে এমন।
{ধ্বন্যাত্মক}
Bengali Word দগ্ধ Bengali definition [দগ্ধো] (বিশেষণ) ১ পোড়া; ভস্মীকৃত; পুড়ে গেছে এরুপ (দগ্ধ কাষ্ঠ)।
২ উত্তপ্ত (দগ্ধ অঙ্গার, দগ্ধ লৌহ)।
৩ আগুনের উত্তাপে ঝলসানো হয়েছে এমন; অগ্নিদাহে জাত ক্ষত (দগ্ধ মাংস, দগ্ধ হস্ত)।
৪ ((আলঙ্কারিক)) সন্তপ্ত; বেদনার্ত; যন্ত্রণাগ্রস্ত (দগ্ধপ্রাণ)।
৫ (খেদে) নির্দয়; নিষ্ঠুর; হৃদয়হীন (দগ্ধ দাতা বা বিধাতা)।
৬ (খেদে) হতভাগ্য; দুরদৃষ্ট (দগ্ধ ভাগ্য)।
৭ (খেদে) অবজ্ঞেয়; উপেক্ষণীয় (দগ্ধোদর)।
দগধই ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) দগ্ধ করে (দুহু দিশ দারু দহনে যৈছে দগধই-বিদ্যাপতি)।
দগধিনী ((মধ্যযুগীয় বাংলা)) (বিশেষণ) বিদগ্ধা; সন্তপ্তা (তোর বিরহ দহনে দগধিনী রাধা-বড়ু চণ্ডীদাস)।
দগধিলে ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) দগ্ধ করলে (কেন দগধিলে বিরহ বেদনা দিয়ে-চণ্ডীদাস)।
দগধে (ক্রিয়া) দগ্ধ করে (তব ধরি দগধে অনঙ্গ- বিপ)।
দগ্ধচক্ষু (বিশেষ্য) পোড়া চোখ; হতভাগ্য চোখ (কিন্তু দগ্ধচক্ষুর দর্শন-ভাগ্য হয়নি-মনোজ বসু)।
দগ্ধপত্রন্যায় (অব্যয়) শুকনা পাতা পুড়ে গেলে তা আগের মতো থাকলেও তা আর পাতা বলে গণ্য হয় না-এই সিদ্ধান্ত।
{(তৎসম বা সংস্কৃত) √দহ্+ ত(ক্ত)}