Math, asked by sarkarkanai106, 11 months ago

দুটি পরস্পর মৌলিক সংখ্যার গ.সা.গু কত​

Answers

Answered by Swarup1998
49

দুটি পরস্পর মৌলিক সংখ্যার গ. সা. গু. = ১

পরস্পর মৌলিক সংখ্যা - দুটি সংখ্যার গ. সা. গু. হলে সংখ্যাদুটি পরস্পর মৌলিক হবে।

পরস্পর মৌলিক হওয়ার শর্ত -

• সংখ্যাদুটির উভয়ই মৌলিক হতে পারে।

যেমন - ৭ ও ১৩।

• সংখ্যাদুটির উভয়ই মৌলিক নাও হতে পারে।

যেমন - ১৪ ও ১৫।

• সংখ্যাদুটির একটি মৌলিক ও অপরটি মৌলিক নয়।

যেমন - ৭ ও ৮।

একটি করে দেওয়া হল

৭ ) ১৩ ( ১

- ৭

--------

৬ ) ৭ ( ১

- ৬

--------

১ ) ৬ ( ৬

- ৬

--------

∴ ৭ ও ১৩ -এর গ. সা. গু. = ১

∴ ৭ ও ১৩ হল পরস্পর মৌলিক সংখ্যা।

প্রতিক্ষেত্রে নীচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা দেখি।

ক) ৯, ৮ খ) ১৪, ১৫ গ) ১৫, ২৫ ঘ) ২৫, ১৬

এই লিঙ্কে কিছু সমাধান করা আছে।

সংখ্যাজোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি : (a) 5, 7 (b) 10, 21 (c) 10, 15 (d) 16, 15 - https://brainly.in/question/8684178

Answered by sahaa4896
16

Answer:

1 this is a answer hope i help you

Similar questions