Chemistry, asked by Joydebm09, 8 months ago

কোনো মৌলের পরমানু থেকে বিটা কণা বের হলে মৌলান্তর ঘটে কিন্তু সাধারন ইলেকট্রন বের হলে মৌলান্তর ঘটে না কেন?

Answers

Answered by HanitaHImesh
1

কোনো মৌলের পরমানু থেকে বিটা কণা বের হলে মৌলান্তর ঘটে কিন্তু সাধারন ইলেকট্রন বের হলে মৌলান্তর ঘটে না কারন

•বিটা কণার নির্গমন অথবা বিটা ক্ষয় দুই প্রকার।যথা:

১.বিটা ঋণাত্মক

এবং

২. বিটা ধনাত্মক।

ঋণাত্মক বিটা ক্ষয়ে একটি ইলেক্ট্রন ও ইলেক্ট্রন নিউট্রিো প্রতিকণিকা নির্গত করে নিউট্রন প্রোটনে পরিণত হয়।আবার বিটা ধনাত্মক ক্ষয়ে একটি পজিট্রন ও ইলেক্ট্রন নিউট্রিো নির্গত হয়ে প্রোটন,নিউট্রনে পরিণত হয়।

•ধনাত্মক বিটা ক্ষয়ে পরমাণুতে নিউক্লিয় সংখ্যা তার পূর্ববর্তি পরমাণুর নিউক্লিয় সংখ্যার চেয়ে এক কম হয়। p -› n+(e^+)+v নিউট্রনের ভর প্রোটনের চেয়ে বেশি হওয়ার কারণে এটি ঘটে থাকে।

•ঋণাত্মক বিটা ক্ষয়ের কারণে পরমাণু পারমাণবিক সংখ্যা এক করে বেরে যায়। n-›+(e^-)+v নিউট্রনের ভর প্রোটনের চেয়ে বেশি হওয়ার কারণে এটি ঘটে থাকে।

উক্ত কারণের জন্য মৌলান্তর ঘটে।

•অপরদিকে ইলেকট্রন নির্গত হলেও পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান থাকে তাই ইলেকট্রন নির্গত হলেও মৌলান্তর ঘটে না।

Similar questions