অভিধান বিজ্ঞানের পথিকৃৎ– (ক) স্যামুয়েল জনসন (খ) হরিচরণ বন্দ্যোপাধ্যায় (গ)
যাস্ক (ঘ) চমস্কি
Answers
Answer:
প্রবন্ধ ৩...
শব্দ, তুমি কোথায় যাইতেছ
কোন শব্দ বাংলায় প্রথম কবে ব্যবহার করা হয়েছে? কী ভাবে শব্দের মানে কালক্রমে পালটেছে?
উত্তর দেবে ঢাকা বাংলা একাডেমীর এক নতুন অভিধান। গোলাম মুরশিদের
সম্পাদনায় তার কাজ সম্প্রতি শেষ হয়েছে।
আশিস পাঠক
বাংলা অভিধানে ‘সমকাম’ শব্দটা আছে? বাংলায় লেখা প্রথম বাংলা থেকে বাংলা অভিধান রামচন্দ্র বিদ্যাবাগীশের। ১৮১৭-র সে অভিধানে শব্দটা থাকবে না, তা স্বাভাবিক। নেই সুবল মিত্রের সরল বাঙ্গালা অভিধান (১৯০৬) এবং জ্ঞানেন্দ্রমোহন দাসের বাঙ্গালা ভাষার অভিধান (১৯১৭)-এও। ১৯৪৬-এ হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের যে বঙ্গীয় শব্দকোষ-এর শেষ খণ্ড প্রকাশ পায়, সেখানেও নেই। রাজশেখর বসুর চলন্তিকা’য়ও না। এ শব্দ সংসদ বাংলা অভিধান-এ ঢুকেছে ২০০০ সালে।
অথচ, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি জানাচ্ছে, ‘হোমোসেক্সুয়াল’ শব্দটা ঊনবিংশ শতকের শেষের দিকের। তা হলে ‘সমকাম’-এর প্রবেশ এত বিলম্বিত কেন? বাংলা ভাষায় শব্দটির প্রথম ব্যবহার কবে? একই প্রশ্ন অন্য অনেক শব্দ নিয়েও। বস্তুত, যে কোনও শব্দ নিয়েই। আজ পর্যন্ত প্রকাশিত বাংলা অভিধানগুলি শব্দের অর্থ, প্রতিশব্দ, ব্যুৎপত্তি এবং ব্যবহারের দৃষ্টান্ত দিলেও কী ভাবে প্রথম ব্যবহারের পরে ক্রমে শব্দের অর্থ বদলে যায়, সে বিষয়ে কোনও উল্লেখ করেনি। জরুরি সেই কাজটা সম্প্রতি শেষ হয়েছে ঢাকা বাংলা একাডেমীর উদ্যোগে। গোলাম মুরশিদের সম্পাদকত্বে বারো জনের একটি দল প্রায় তিন বছরে তৈরি করেছে তিন খণ্ডের সেই নতুন ধরনের বাংলা অভিধান। এখনও পর্যন্ত এটাই সব থেকে বড় বাংলা অভিধান, ঢাকা থেকে জানালেন সম্পাদক।
প্রথম বাংলা অভিধান রচনার প্রায় দুশো বছর পরে বিবর্তনমূলক বাংলা অভিধান প্রকাশিত হতে চলেছে। অভিধানে শুধু শব্দের অর্থটাই তো থাকে না, ধরা থাকে একটা সমাজের মানসিকতা, একটা দেশের রাজনৈতিক-সামাজিক ইতিহাসও। ১৮৫৭’য় ‘দ্য ফিললজিক্যাল সোসাইটি অব লন্ডন’ যখন একটি নতুন ইংরেজি অভিধানের প্রস্তাব করে, তখন সেই কথাটা মাথায় রাখা হয়েছিল। সেই সূত্র ধরেই ওইডি-র জন্ম। ওইডি-কেই আদর্শ করা হয়েছে বিবর্তনমূলক বাংলা অভিধানে। কিন্তু ওইডি-র সঙ্গে তুলনা? এই অভিধানের সম্পাদক বললেন, তেমন তুলনা ‘‘শিশুতোষ, এমনকী হয়তো হাস্যকর। আমরা শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি-র মডেলটাই নিয়েছি। তার বিশালতা এবং সূক্ষ্মতা নেওয়ার সামর্থ্য আমাদের ছিল না।”
Explanation:
Answer:
গ)যাস্ক
Explanation:
যাস্ক এর রচিত'নিরুক্ত'থেকেই ভারতে অভিধান রচনার সূত্রপাত। তাই সে ক্ষেত্রে বলা যায় যে অভিধান বিজ্ঞানের পথিকৃৎ যাস্ক।